- * ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা আগামী ২৮/০৭/২০২৪ তারিখ থেকে ০১/০৮/২০২৪ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ০৬/০৮/২০২৪ তারিখ (মঙ্গলবার) শুরু হবে। *** – বিস্তারিত
- কলেজের মাসিক বেতন ও অন্যান্য ফি এখন নগদ অ্যাপসের বিল পে-এর মাধ্যমে.... – বিস্তারিত
- কলেজের মাসিক বেতন ও অন্যান্য ফি এখন নগদ অ্যাপসের বিল পে-এর মাধ্যমে.... – বিস্তারিত
- এইচএসসি পরীক্ষার্থী ২০২২-এর মূল্যায়ন পরীক্ষার (সংশোধিত) রুটিন... – বিস্তারিত
- রসায়ন বিষয়ের প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি..... – বিস্তারিত
স্মার্ট আইডি কার্ড
হোম শিক্ষার্থী স্মার্ট আইডি কার্ডস্মার্ট আইডি কার্ড
স্টুডেন্ট আইডি কার্ড বলতে আমরা শিক্ষার্থীর একাডেমিক পরিচয়পত্রকেই বুঝি, যা মোটা কাগজ বা প্লাস্টিক দ্বারা তৈরি। শিক্ষার্থীর নাম, আইডি, শ্রেণি, প্রতিষ্ঠানের পরিচয় ওখানে থাকে।
পান্স আইডি কার্ড দিচ্ছে এআরএমসি ময়মনসিংহ। ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে পান্স মেশিনে ব্যবহৃত পান্স আইডি কার্ড নির্ধারিত ফি প্রদান করে গ্রহণ করতে হয়। সন্তানকে কলেজে পাঠিয়ে যেসব অভিভাবক নানাবিধ চিন্তায় অস্থির থাকেন, তাদের জন্য এই পান্স আইডি কার্ডটি স্বস্থি ও নির্ভরতার জায়গা। এই পান্স আইডি কার্ড নিয়ে শিক্ষার্থী কলেজে প্রবেশ করা মাত্র সয়ংক্রিয়ভাবে বাবা-মায়ের মোবাইলে এন্ট্রি ম্যাসেজ চলে আসে। তারপর কার্ডটি ক্লাস মুডে চলে যায়। কলেজ ত্যাগ করার সাথে সাথে বাবা-মায়ের মোবাইলে এক্সিট ম্যাসেস চলে আসে এবং সাথে সাথে কার্ডটি মুড পরিবর্তন হয়ে নর্মাল অর্থাৎ ইউজেবল হয়ে যায়। তাই বাবা-মা যেখানেই থাকেন না কেনো, সন্তানের কলেজে প্রবেশ ও কলেজ ত্যাগের সঠিক সময়টা জেনে নিশ্চিত হতে পারবেন এখন থেকে। এই অনিশ্চিত ও অস্থির সময়ে সন্তানের স্কুলে প্রবেশ-প্রস্থানের সময়টা নিশ্চিত করার জন্য এআরএমসি ধন্যবাদ নয়, প্রণতি জানাই। এই আইডি কার্ডে শিক্ষার্থীর বাবা, মা ও প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর সেট করা আছে।