- * ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা আগামী ২৮/০৭/২০২৪ তারিখ থেকে ০১/০৮/২০২৪ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ০৬/০৮/২০২৪ তারিখ (মঙ্গলবার) শুরু হবে। *** – বিস্তারিত
- কলেজের মাসিক বেতন ও অন্যান্য ফি এখন নগদ অ্যাপসের বিল পে-এর মাধ্যমে.... – বিস্তারিত
- কলেজের মাসিক বেতন ও অন্যান্য ফি এখন নগদ অ্যাপসের বিল পে-এর মাধ্যমে.... – বিস্তারিত
- এইচএসসি পরীক্ষার্থী ২০২২-এর মূল্যায়ন পরীক্ষার (সংশোধিত) রুটিন... – বিস্তারিত
- রসায়ন বিষয়ের প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি..... – বিস্তারিত
ভর্তি বাতিলের নিয়মাবলি
হোম ভর্তি ভর্তি বাতিলের নিয়মাবলিভর্তি বাতিলের নিয়মাবলি
ভর্তি বাতিল সংক্রান্ত নিয়মাবলিঃ
১. অভ্যন্তরীণ যে কোনো পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে।
২. লেখাপড়ার সাথে সম্পৃক্ত নয় এমন কোনো বই, পেনড্রাইভ, মোবাইল, এমপি-৩/৪, ওয়াকম্যান, সিডি, ক্যামেরা, ল্যাপটপ/আইপ্যাডে এডাল্ট মুভি, গান, গল্পের বই, গেমস ইত্যাদি পাওয়া গেলে বাজেয়াপ্ত হবে। অর্থাৎ এসব জিনিস ফেরত দেওয়া হবে না এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
৩. অন্য কোনো ছেলে বা মেয়ের ছবি তুললে, বাসায় ফোন করলে, ফেসবুকে যোগাযোগ করলে, কাউকে হুমকি দিলে।
৪. শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বা অন্য কোনো শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে ও কলেজের দেয়ালে বা অন্য কোথাও কোনো অশালীন কথা লিখলে।
৫. অন্যের বই-খাতা কিংবা অন্য কোনো শিক্ষা উপকরণ না বলে নিয়ে গেলে / চুরি করলে/ ভেঙে ফেললে।
৬. বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে কলেজে অনুপস্থিত থাকলে কিংবা কলেজে ফাঁকি দিয়ে কলেজের ইউনিফর্ম পরে পার্কে / মার্কেটে / অন্য কোথাও ঘোরাফেরা করলে।
৭. জরিমানা ফরমে অন্য শিক্ষার্থীর আইডি ও নাম লিখে দিলে, ফাঁকি দিলে।
৮. পিতা-মাতা বা আইনানুগ অভিভাবক (ভর্তি ফরমে উল্লিখিত) ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসেবে (প্রতারণামূলক) উপস্থাপন করলে।
কলেজ থেকে বহিস্কার সংক্রান্ত নিয়মাবলিঃ
১. যেসব অপরাধে একবার ভর্তি বাতিল হয়েছে এমন কোনো কাজ ২য় বার করলে সরাসরি টিসি হবে।
২. ধূমপান করলে, ঘুমের ঔষধ খেলে, মাদক / নেশা জাতীয় দ্রব্য সেবন, বহন, হস্তান্তর, ক্রয়-বিক্রয় কিংবা সংরক্ষণ করলে। (ক্যাম্পাসের ভিতরে, হোস্টেলে কিংবা বাইরে)।
৩. প্রতিষ্ঠানের কোনো সম্পদ চুরি বা নষ্ট করলে।
৪. কলেজ এবং কলেজের বাইরে গ্রুপিং বা মারামারি করলে। যে মারবে তার টিসি হবে এবং অপরজন অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। তবে উভয়ই মারামারি করলে দু’জনেরই টি.সি হবে।
৫. চাকু, ছুরি বা অন্য কোনো বৈধ বা অবৈধ অস্ত্র বহন করলে কিংবা অন্যকে বা নিজের শরীরে অস্ত্র দ্বারা আঘাত করলে এবং দেশের প্রচলিত আইনে কোনো দ-নীয় অপরাধ করলে।
৬. কলেজের কোন শিক্ষার্থী একে অপরের সাথে অভিভাবকের অনুমতি ব্যতিত বিবাহ বন্ধনে বা আক্দ-এ আবদ্ধ হলে এবং প্রেম-ভালোবাসায় জড়িত হলে।
৭. সন্ত্রাসী কিংবা নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকলে বা থাকার অভিযোগ পাওয়া গেলে।
অন্যান্য নিয়মাবলিঃ
১. প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। বিলম্ব ফি প্রদানের ক্ষেত্রে উক্ত মাসের ১১ তারিখ থেকে শেষদিনের মধ্যে পর্যন্ত পরিশোধ করলে ১০০/- (একশত) টাকা জরিমানা দিতে হবে এবং পরবর্তী মাসে পরিশোধ করলে ২০০/- (দুইশত) টাকা জরিমানা হবে। পরপর ২ মাস বেতন পরিশোধ না করলে ১০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে পুনভর্তি হতে হবে।
২. কলেজ থেকে ১ম বর্ষে বোর্ড নির্ধারিত সময়ে টিসি নেওয়া যাবে। এক্ষেত্রে যে মাসে টিসি নিয়ে অন্য কলেজে ভর্তি হবে, সে মাস পর্যন্ত বেতন ও অন্যান্য বকেয়াদির সাথে ১০০০/- (এক হাজার) টাকা টিসি ফি প্রদান করতে হবে। ২য় বর্ষে ভর্তির পর বোর্ড নির্ধারিত সময়ে টিসি নেওয়া যাবে, সে ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য হবে।
৩. উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার ফরম পূরণের পর পরীক্ষায় অংশগ্রহণ না করলে অথবা অংশগ্রহণ করার পর এক বা একাধিক বিষয় পরীক্ষায় অনুপস্থিত থাকলে পরবর্তীতে লেখাপড়ার ক্ষেত্রে পুনভর্তি হয়ে নিয়মিত ক্লাস করতে হবে এবং পরবর্তী মাসগুলোর টিউশন ফি সহ অন্যান্য কলেজ নির্ধারিত ফি প্রদান করতে হবে।
৪. হোস্টেলে অবস্থান করে লেখাপড়া করলে হোস্টেল সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান মেনে চলতে হবে।
৫. দেশে বা দেশের বাহিরে স্কাউট, ডিবেট, কালচারাল বা অন্যকোনো প্রোগ্রামে যেতে চাইলে যাবতীয় খরচ অভিভাবক বহন করবে, প্রতিষ্ঠান নয়। এক্ষেত্রে ব্যক্তিগত পুরস্কার বা অর্থ শিক্ষার্থী নিজে পাবে।
৬. এই ফরমে নেই এমন কোনো সমস্যার সৃষ্টি হলে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী বা প্রচলিত আইন অনুযায়ী সমাধান করা হবে।