- * ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা আগামী ২৮/০৭/২০২৪ তারিখ থেকে ০১/০৮/২০২৪ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ০৬/০৮/২০২৪ তারিখ (মঙ্গলবার) শুরু হবে। *** – বিস্তারিত
- কলেজের মাসিক বেতন ও অন্যান্য ফি এখন নগদ অ্যাপসের বিল পে-এর মাধ্যমে.... – বিস্তারিত
- কলেজের মাসিক বেতন ও অন্যান্য ফি এখন নগদ অ্যাপসের বিল পে-এর মাধ্যমে.... – বিস্তারিত
- এইচএসসি পরীক্ষার্থী ২০২২-এর মূল্যায়ন পরীক্ষার (সংশোধিত) রুটিন... – বিস্তারিত
- রসায়ন বিষয়ের প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি..... – বিস্তারিত
মনোরম পরিবেশে থাকা-খাওয়ার ব্যবস্থা
হোম সুবিধাসমূহ মনোরম পরিবেশে থাকা-খাওয়ার ব্যবস্থামনোরম পরিবেশে থাকা-খাওয়ার ব্যবস্থা
হোস্টেল সংক্রান্ত
তথ্য
এআরএমসির শিক্ষার্থীদের জন্য ২টি হোস্টেলে আবাসনের সুবিধা রয়েছে। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় ২২০ শিক্ষার্থী নিরাপদ ও মনোরম পরিবেশে হোস্টেলে অবস্থান করছে। ছাত্র ও ছাত্রীদের পৃথক হোস্টেল, ছাত্রীদের জন্য পৃথক মহিলা হোস্টেল ইনচার্জ এবং ছাত্রদের জন্য পৃথক পুরুষ হোস্টেল ইনচার্জ, সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও প্রাথমিক চিকিৎসার সুবিধা দিয়ে থাকেন। নির্ধারিত ম্যানুতে প্রতিদিন খাবার পরিবেশন করা হয়। হোস্টেলসমূহ একাডেমিক ভবনে ছাত্রীদের ও আলাদা ভবন রয়েছে ছাত্রদের জন্য। অভিভাবকদের হোস্টেল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ সুবিধা ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে অভিভাবকদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারে। অভিভাবকদের নির্ধারিত আইডি কার্ড প্রদান করা হয় এবং এই নির্ধারিত আইডিধারি অভিভাবকগণই শিক্ষার্থীদের সাথে দেখা করার সুযোগ পেয়ে থাকেন। হোস্টেলের শিক্ষার্থীদের বিনোদনের জন্য দৈনিক পত্রিকা, সাময়িকী, টেলিভিশন ও ইনডোর গেমস এর সুবিধা রয়েছে। রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা। ছুটির দিনগুলোতে হোস্টেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিনোদন স্থানসমূহে বেড়ানোর ব্যবস্থা করা হয়।